services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফরম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি কার্ড চেক করা যায়। বিস্তারিত পদ্ধতি থাকছে এই পোস্টে।

নতুন ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো ভোটার আইডি কার্ড হাতে পাননি? ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানার জন্য NID Card Check করতে হয়। NID Card Online Check করতে ভোটার নিবন্ধনের সময় পাওয়া স্লিপ নাম্বার ব্যবহার করতে হবে।

কিভাবে আপনার ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা অনলাইনে চেক করবেন জানতে হলে শেষ অব্দি পড়ুন।

ভোটার আইডি কার্ড চেক

ভোটার আইডি কার্ড চেক করতে services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। প্রথম ঘরে NIDFN লিখে ফাঁকা না রেখেই ভোটার স্লিপ নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি অনুসরণ করলে আপনার এনআইডি কার্ড চেক করতে পারবেন এবং আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন।

যারা ভোটার নিবন্ধন করার পরে কয়েক মাস পেড়িয়ে গেলেও এসএমএস এর মাধ্যমে আইডি কার্ডের নাম্বার হাতে পায়নি, তারা এই পদ্ধতি অনুসরণ করে আইডি কার্ড স্ট্যাটাস জেনে নিতে পারবেন। তবে, যারা এসএমএস এর মাধ্যমে আইডি কার্ডের নাম্বার পেয়েছেন, তারা অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

NID Card Online Check

  • services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিংকে ভিজিট করুন। প্রথম ঘরে NIDFN লিখে ফাঁকা না রেখে ভোটার স্লিপ নাম্বার লিখুন। যেমন – NIDFN123456789
  • দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
  • ক্যাপচা কোড পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
NID Card Check

সাবমিট বাটনে ক্লিক করার পর যদি একটি পপআপ আসে এবং অ্যাকাউন্ট নিবন্ধন করতে বলে, তাহলে বুঝতে হবে আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয়েছে এবং অনলাইনে এসেছে। বহাল বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট নিবন্ধন সম্পন্ন করে আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

যারা ভোটার নিবন্ধন করার পরেও এসএমএস পাননি বা এসএমএস পেলেও এনআইডি কার্ডের নাম্বার মনে নেই, তারা এই পদ্ধতি অনুসরণ করে আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা জেনে নিতে পারবেন।

তবে, ভোটার আইডি কার্ড অনলাইনে আসলে সবাইকে এসএমএস করে NID Card Number জানিয়ে দেয়া হয়। যারা আইডি কার্ডের নাম্বার এসএমএস এর মাধ্যমে পাবেন, তারা জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন উক্ত নাম্বার দিয়েই।

SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক

এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করতে ম্যাসেজ অপশন ওপেন করুন। টাইপ করুন nid<স্পেস>Form Number<স্পেস>dd-mm-yyyy । এরপর, এসএমএসটি 105 নাম্বারে সেন্ড করুন।

ফিরতি ম্যাসেজে আপনার ভোটার আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা এবং আইডি কার্ডের নাম্বার জানতে পারবেন।

NID Number Check SMS
  • nid 1122334455 31-12-1998 এভাবে লিখে 105 নাম্বারে সেন্ড করুন

যারা ভোটার নিবন্ধন করার অনেকদিন পেড়িয়ে যাওয়ার পরেও আইডি কার্ডের নাম্বার পাননি, তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যমে আপনার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। আইডি কার্ড তৈরি হলে এনআইডি একাউন্ট রেজিস্টার করে NID Card Download করতে পারবেন।

ভোটার আইডি কার্ড সংক্রান্ত প্রশ্নোত্তর নিচে উল্লেখ করে দেয়া হয়েছে —

অনলাইনে আইডি কার্ড চেক করা যায়?

ভোটার নিবন্ধন করার পর আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা জানার জন্য ফরম নাম্বার ও জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

ভোটার আইডি কার্ড অনলাইনে আসতে কতদিন লাগে?

ভোটার নিবন্ধন করার পর ৩০ দিন থেকে ৯০ দিনের মাঝে আইডি কার্ড অনলাইনে চলে আসে। এসএমএস এর মাধ্যমে আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়।

ভোটার আইডি কার্ড চেক করতে কি কি লাগে?

ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে ফরম নাম্বার এবং জন্ম তারিখ লাগে।

এনআইডি কার্ড চেক করতে কোনো টাকা লাগে?

না, এনআইডি কার্ড চেক করতে কোনো টাকা লাগেনা। ইন্টারনেট কানেকশন থাকলে নিজেই ঘরে বসে আইডি কার্ড চেক করতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *